নিকলী-বাজিতপুরে জরুরি সেবাদানকারীদের এনআরবিসি ব্যাংকের নিরাপত্তা সামগ্রী প্রদান

মহিউদ্দিন লিটন, বাজিতপুর ।।

কিশোরগঞ্জের বাজিতপুর পৌরশহরের এ বি সিদ্দিক টাওয়ারে মঙ্গলবার (২৮ এপ্রিল) ডাক্তার, স্বাস্থ্যকর্মী, পুলিশ ও উপজেলা প্রশাসনের সদস্যদের জন্যে করোনাভাইরাস থেকে ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী উপহার দিয়েছে এনআরবিসি ব্যাংক। কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেনের হাতে তুলে দেয়া উপহারসামগ্রীর মধ্যে ছিলো পিপিই, মাস্ক, থার্মোমিটার, ফেস শিল্ডসহ কিছু ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী।

হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পক্ষে ভৈরব ব্রাঞ্চ ম্যানেজার ইলিয়াস উদ্দিন, বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান ভূইয়া, বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার দিপ্তীময়ী জামান, নিকলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কারার সাইফুল ইসলাম, নিকলী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুহুল কুদ্দুস ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, বাজিতপুর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডাক্তার জালাল উদ্দিন, বাজিতপুর চেম্বার অফ কমার্সের সভাপতি সানোয়ার আলী শাহ সেলিম, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল প্রমুখ।

করোনা প্রতিরোধে এগিয়ে আসার জন্য অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব মোঃ আফজাল হোসেন এনআরবিসি ব্যাংকের প্রতি কৃতজ্ঞতাসহ ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি সমাজের বিত্তবান ব্যক্তি এবং বিভিন্ন সংস্থাকেও করোনা প্রতিরোধে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

নিকলী-বাজিতপুর আসনের এমপি মো. আফজাল হোসেনের হাতে উপহার সামগ্রী তুলে দেন ব্যাংকের ভৈরব ব্রাঞ্চ ম্যানেজার ইলিয়াস উদ্দিন

Similar Posts

error: Content is protected !!