সংবাদ প্রকাশে তিনি রাজি নন!

খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।

কোনো ছবি তোলাতুলির ব্যাপার নেই। দরকার নেই ভোটার আইডি বা জাতীয় পরিচয়পত্রের। তালিকারও ধার ধারেন না। হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্তের যারই খাদ্য সংকট জানতে পারছেন, তার দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন খাদ্যসামগ্রি। করোনাযোদ্ধাদের দিচ্ছেন সুরক্ষা সামগ্রি। সেক্ষেত্রেও প্রচার-প্রচারণার তোয়াক্কা করেন না। বরঞ্চ কোনো মতেই যেন কারও ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট না হয় সেই দিকে তার সহযোগীদের প্রতি কঠোর সতর্কবাণী। করোনাকালের এই নিভৃতচারি দাতা কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শেখ নূরন্নবী বাদল।

জানা যায়, করোনা সংক্রমণ প্রতিরোধে দেশে লকডাউন শুরু হয় ২৫ মার্চ থেকে। কর্মহীন মানুষের ভীড় বাড়তে শুরু হয় হাওরাঞ্চলে। পিপিই সামগ্রির সংকটে নিকলী-বাজিতপুরে নিয়োজিত চিকিৎসাসেবকদের মধ্যে বিশেষ আতঙ্কের ছাপ দেখা যায়। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শেখ নুরন্নবী বাদল সংকটাপন্ন পরিস্থিতি অনুধাবণ করেন।

পুত্র যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক শেখ রফিকুন্নবী সাথির মাধ্যমে জরুরি খাদ্য সামগ্রি ও চিকিৎসা সেবায় নিয়োজিতদের জন্য পিপিই সামগ্রি পাঠান ২৯ মার্চ। নিজ উপজেলার গণ্ডি ছাড়িয়ে নিকলীসহ ৩শ নিম্ন আয়ের পরিবারকে চাল, ডাল, আলু, তেলসমৃদ্ধ থলি বাড়ি গিয়ে পৌঁছে দেন। দুই উপজেলার স্বাস্থ্যকর্মিদের ৩৫ সেট ও সংবাদকর্মিদের উন্নতমানের পিপিই প্রদান করেন। দলীয় নেতাকর্মি, স্থানীয় সংবাদকর্মি ও সামাজিক ব্যক্তিবর্গের সহযোগিতায় চালু রাখেন এই কার্যক্রম।

নিজের পরিচয় গোপন রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সহযোগিদের মোবাইল নম্বর ব্যবহার করে খাদ্যঘাটতির পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে রাখেন। সকলকে সতর্ক করে দেন যেন কারও ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট না হয়। বর্তমান দিন পর্যন্ত ৭শ’ পরিবারের পাশে দাঁড়াতে পেরে নিজেকে কৃতার্থ মনে করছেন বলে জানান তার এই কার্যক্রমের সমন্বয়কারি শেখ রফিকুন্নবী।

মুঠোফোনে কথা হলে অ্যাডভোকেট শেখ নুরন্নবী বাদল এ প্রতিবেদককে জানান, যদি নিউজের জন্য জানতে চান তাহলে আমি বক্তব্যহীন। যদি এলাকার স্বার্থসংশ্লিষ্ট ব্যাপার থাকে তাহলে কিছু লাগলে বলতে পারেন।

সংবাদ প্রকাশই কারণ জানতে পেরে তিনি বলেন, জানান দিয়ে দান, প্রতিদানেরই প্রত্যাশায় হয় বলে মনে করি। দেশের ক্রান্তিলগ্নে অনেক কিছুই করার ছিলো। সামর্থ্য সীমিত। শেখ হাসিনা সরকারের বিশাল কার্যক্রমে এ আমার সাধ্যমতো অংশগ্রহণ মাত্র। ব্যক্তিগত নাম সুনাম দরকার নেই।

অ্যাডভোকেট শেখ নূরন্নবী বাদল

Similar Posts

error: Content is protected !!