নিজস্ব প্রতিবেদক ।।
কারার ইমরান মাহাদী নিয়ন। ২০১৮ সালে নিকলী জি সি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে কৃতকার্য হন। সদা উজ্জ্বল-উচ্ছল ও সুদর্শন নিয়নের জন্মদিন আজ শুক্রবার (১ মে)। করোনাভাইরাসের এ সঙ্কটকালে খুব সাদামাটা ও পারিবারিক ছোট্ট পরিসরে পালন করেছে দিনটি।
নিয়নের বাবা কারার ইকতার আহমেদ আরিফ একজন ব্যবসায়ী ও রাজনীতিক। দুই ভাই, এক বোনের মধ্যে নিয়ন সবার বড়। স্কুল পেরোনো ২১ বছরের নিয়ন এরই মধ্যে সামাজিক বিভিন্ন কাজেও যুক্ত রয়েছেন। করোনাভাইরাসের কঠিন এ সময়ে খাদ্যসঙ্কটে থাকা কর্মহীনদের দ্বারে দ্বারে ঘুরে খাদ্যসামগ্রী পৌছানোর অফিসিয়াল প্রতিনিধি দলে নিয়োজিত করেছেন নিজেকে। নিরলস ও নির্ভীক ছুটে চলায় প্রশংসা কুড়িয়েছেন বিভিন্ন মহলের।
নিকলী উপজেলাকেন্দ্রিক প্রথম অনলাইন সংবাদমাধ্যম “আমাদের নিকলী ডটকম“-এর নিজস্ব প্রতিনিধি হিসেবে যুক্ত থাকা কারার ইমরান মাহাদী নিয়ন আজ ২২ বছরে পা রাখলো। ভবিষ্যতে ব্যবসায়ী হবার স্বপ্ন দেখা নিয়ন তার সুন্দরতম এই দিনটিতে সবার কাছে দোয়া চেয়েছেন।
প্রিয় নিয়নকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দিয়েছে তার বন্ধুরা। দিনের শুরুতেই “আমাদের নিকলী ডটকম” পরিবার কারার ইমরান মাহাদী নিয়নকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানিয়েছে; সেই সাথে তার সুন্দর, উজ্জ্বল ও সফলতম ভবিষ্যত কামনা করছে।