ধামইরহাটে ঘরে বসেই পাওয়া যাচ্ছে এনআইডি সেবা

আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) ।।

করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের মানুষ এখন গৃহবন্দি। অনেক উপজেলায় লকডাউন থাকায় সাধারণ মানুষ ঘর থেকে বের হতে না পারায় দুর্বিসহ জীবন যাপন করছেন। সরকারি নির্দেশনা মোতাবেক জরুরি সেবাদানকারী সরকারি প্রতিষ্ঠান চালু থাকলেও ইতিপূর্বে সকল অফিস থেকে একটানা ৯টা থেকে ৫টা পর্যন্ত যে সেবা সাধারণ মানুষ পেত, বর্তমান করোনাভাইরাস মোকাবিলায় সরকারি নির্দেশনা মোতাবেক অনেক সরকারি দপ্তর সেবার পরিধি সীমিত রেখেছে।

উপজেলা পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিসের মধ্যে অন্যতম উপজেলা নির্বাচন অফিস। যে অফিস থেকে নিয়মিতভাবে স্মার্টকার্ড প্রদান, নাম-ঠিকানা ও জন্ম তারিখ সংশোধনসহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয়ে থাকে। চলমান পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ এই অফিসের সেবা গ্রহিতাদের সুবিধার্থে সারাদেশে ও উপজেলা পর্যায়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, ঢাকার প্রচেষ্টায় অনলাইনেই ওই সকল সেবা এখন ঘরে বসে থেকেই সেবা গ্রহিতারা পাচ্ছেন। এতে করে কাউকে জরুরি প্রয়োজনে নির্বাচন অফিসে আসতে হচ্ছে না।

অনলাইনে এমন সেবা গ্রহণকারী মো. রবিউল ইসলাম তার অনুভূতি প্রকাশ করে বলেন, নির্বাচন অফিস বন্ধ থাকলেও আমি ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে ওয়েব সাইট ভিজিট (services.nidw.gov.bd) করে জাতীয় পরিচয়পত্র নম্বর গ্রহণ করতে পেরেছি।

উপজেলা নির্বাচন অফিসার মো. সাজ্জাদ হোসেন বলেন, “জাতীয় পরিচয়পত্র মানুষের প্রাত্যহিক জীবনে অতিব জরুরি হওয়ায় বর্তমান পরিস্থিতিতে মানুষ ঘরে বসেই নির্বাচন কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে এই জরুরি সেবা গ্রহণ করে উপকৃত হতে পারবেন। এতে করে উপজেলার প্রান্তিক পর্যায়ে মানুষের দুর্ভোগ লাঘব হবে।”

Similar Posts

error: Content is protected !!