আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোগঞ্জের কুলিয়ারচরে পাখির বাসা ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পর্শে সোলাইমান (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়। শনিবার কুলিয়ারচরের দাঁড়িয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। সোলাইমান উপজেলার উত্তরকান্দা গ্রামের মজিবুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, সোলাইমান পাখির বাসা ভাঙার জন্য গাছে উঠে। এ সময় গাছের সঙ্গে বিদ্যুতের খুঁটির তারে জড়িয়ে পড়ে তার মৃত্যু হয়।
কুলিয়ারচর থানার ওসি আ. হাই মোল্লা জানান, সোলাইমানের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরিবারের পক্ষ থেকে আবেদন করলে তার লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে।
সূত্র : যুগান্তর