নিকলীতে ৩০০ আনসার ও ভিডিপি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

বিশেষ প্রতিনিধি ।।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সরকারের যথাযথ নির্দেশনা মোতাবেক মহামারী করোনাভাইরাস মোকাবেলায় শুরু থেকেই বিভিন্ন কার্যক্রমে অনন্য ভূমিকা রেখে যাচ্ছে। এ জটিল পরিস্থিতির বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি মানবতার পক্ষে লড়াইয়েও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অবতীর্ণ হয়েছে।

বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদের নির্দেশনায় এ বাহিনীর প্রান্তিক এলাকা পর্যন্ত বিস্তৃত প্রায় ৬১ লাখ সদস্যের মধ্যে পর্যায়ক্রমে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। এরই প্রেক্ষিতে এই কর্মসূচির আওতায় দেশের ৪৯২টি উপজেলার প্রতিটিতে ৩০০ করে পরিবার, মোট ১ লাখ ৪৭ হাজার ৬০০ পরিবার এই খাদ্যসামগ্রী পাবে।

এই ধারাবাহিকতায় আজ সোমবার (৪ মে) কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার ৩০০ আনসার ও ভিডিপি পরিবারের মাঝে এক সপ্তাহের খাদ্যসামগ্রী ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ১টি সাবান ও ১টি মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা কমাড্যান্ড জে. এম ইমরান (সিও), সার্কেল এডজুটেন্ট মুহিন আহম্মেদ, নিকলী উপজেলা চেয়ারম্যান এ এম রুহুল কুদ্দুস ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সামসুদ্দিন মুন্না, নিকলী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিলু রানী সাহা, কিশোরগঞ্জ সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা অভিজিৎ সাহা, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আবদুল মুক্তাদির প্রমুখ।

Similar Posts

error: Content is protected !!