ভৈরবে শিশুসন্তানসহ মেডিকেল সহকারী স্বামী-স্ত্রী আক্রান্ত

আমাদের নিকলী ডেস্ক ।।

কিশোরগঞ্জের ভৈরবে মেডিকেল সহকারী স্বামী-স্ত্রীর পর তাদের ১৫ মাসের শিশু সন্তানও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তারা দুজনই ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করেন। রোববার (৩ মে) পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আটজন ডাক্তারসহ ১৮ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এরই মধ্য শিশু সন্তানের করোনায় আক্রান্ত হওয়ার খবর পেলেন তার মা-বাবা।

গত ১৭ এপ্রিল শিশুটির বাবার প্রথমে করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে। তিনদিন পর শিশুটির মায়েরও করোনা পজিটিভ ধরা পড়ে। পরে শিশুটিকে মা-বাবার কাছ থেকে আলাদা করে নানার বাসায় পাঠিয়ে দেয়া হয়। পরে শিশুটি অসুস্থ হওয়ায় তার নমুনা পরীক্ষা করা হলে রোববার রাতে করোনা পজিটিভ রিপোর্ট আসে। এখন একই পরিবারে তিনজন করোনায় আক্রান্ত হলো। স্বাস্থ্যকর্মী বাবা সংক্রমিত হওয়ার কারণেই মা ও শিশুটি আক্রান্ত হয়েছে। শিশুটির মা-বাবা প্রাতিষ্ঠানিক কোয়ারেইন্টাইনে ভৈরব ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। এখন তারা শিশুটির চিকিৎসা নিয়ে চিন্তিত।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ জানান, ভৈরবে এই প্রথম কোনো শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। শিশুটির মা-বাবা আক্রান্ত হওয়ার কারণেই শিশুটি আক্রান্ত হয়েছে। শিশুটির মা-বাবার চিকিৎসাধীন অবস্থায় নমুনা পরীক্ষায় একবার নেগেটিভ রিপোর্ট এসেছে। তারা সুস্থ হওয়ার পথে রয়েছেন। শিশুটিকেও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করতে তার পরিবার সম্মত হয়েছে।

 

সূত্র : জাগোনিউজ২৪

Similar Posts

error: Content is protected !!