নিকলীতে কওমি মাদ্রাসায় প্রধানমন্ত্রীর অনুদান হস্তান্তর

খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।

সোমবার দুপুরে (৪ মে) কিশোরগঞ্জের নিকলী উপজেলার ১২টি কওমি মাদ্রাসাকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদানের চেক হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন। পবিত্র রমজান উপলক্ষে এতিম ও দুঃস্থ শিক্ষার্থিদের জন্য এ অর্থ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সামসুদ্দিন মুন্নার সম্মেলন কক্ষে মাদ্রাসা প্রধানদের হাতে অনুদানের চেক তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসফিয়া সিরাত ও নিকলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান মো. রুহুল কুদ্দুস ভূইয়া।

এসময় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. ইসহাক ভূইয়া প্রমুখ।

১২টি মাদ্রাসার প্রতিটিকে ১০ হাজার করে মোট ১ লাখ ২০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে বলে জানায় প্রশাসন।

Similar Posts

error: Content is protected !!