আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) ।।
নওগাঁর ধামইরহাটে দুস্থ ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ৭ মে সকাল ১০টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে ৩শ’ দুস্থ আনসার ভিডিপি সদস্যদের মাঝে ৫ কেজি চাল, এক কেজি করে ডাল, তেল, পিয়াজ, ২ কেজি আলু ও ১টি করে সাবান ও মাস্ক বিতরণ করেন ধামইরহাট উপজেলা ভারপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তা হাফজা খাতুন ইলা।
জেলা আনসার ও ভিডিপি অফিসের প্রতিনিধি নিয়ামতপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিতরণকালে বদলগাছী অফিসের উপজেলা প্রশিক্ষক গৌতম চন্দ্র পাল, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক রাসেল মাহমুদ, পাস্কায়েল হেমরম প্রমুখ উপস্থিত ছিলেন। দুঃসময়ে এই খাদ্য সহায়তা পেয়ে ভিডিপি সদস্যরা হাসিমুখে বাড়ি ফিরেন।
একই দিনে সকাল ৯টায় অসহায় ২৫ পরিবারে ৩ কেজি চাল, আধা কেজি করে সেমাই, চিনি, তৈল, ছোলা ও সাবান বিতরণ করেন মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সবুজ। এ সময় উপস্থিত ছিলেন সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আবু ইউসুফ বদিউজ্জামান বকুল, সহকারী শিক্ষক গুলশান আরা, ধামইরহাট ট্রাক ট্যাংকলড়ি কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সম্পাদক আব্দুর রউফ, পৌর যুবলীগের দপ্তর সম্পাদক আবু রায়হান পলাশ, ব্যবসায়ী লতিফুল ইসলাম প্রমুখ।