মহিউদ্দিন লিটন ।।
কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নে মাহমুদপুর গ্রামে গতকাল বুধবার দুপুরে মাদক সেবনকারী হিরা মিয়া ও তার লোকজনদের বাধা দেওয়ার কারণে এলাকার ২০ থেকে ২৫টি বাড়ি ভাংচুর ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে।
করগাঁও পাইতুর পাড়া গ্রামে ফজলু মিয়া গং-এর মাদক সেবনকারী হিরা মিয়া, জাহিদ মিয়া, আলামিন মিয়া, জামাল মিয়াসহ ৩০০ থেকে ৪০০ লোক মাহমুদপুর গ্রামে দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে হামলা চালালে মহিলাসহ অন্তত ২০ জন আহত হয়েছে। আহতরা হলেন, জাহান মিয়া (২৫), আব্দুল আলম (২৫), বোরহান মিয়া (৩৫), লিয়ন মিয়া (৩২), মোঃ জয়নাল মিয়া (৩২), কলেজ ছাত্রী জোহান বেগম (১৯), হায়দার আলী (২৩), রাজু মিয়া (১৮), সাকিল মিয়া (৩০), রোজিনা আক্তার (২০), রেখা আক্তার (৩৮) সুরুজ মিয়া (৩৯), নিজাম মিয়াকে (৪৭) নিকলী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত জাহান মিয়াকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, করগাঁও পাইতুর পাড়া গ্রামের মাদক সেবনকারী হিরা মিয়াসহ ৮ থেকে ১০ জন যুবক মাহমুদপুর গ্রামে লিটন খানের বাড়ির সামনে প্রায় সময়ই মাদক সেবন করতে আসে। তখন এলাকাবাসী প্রতিবাদ করতে গেলে তাদের উপর মাদক সেবনকারী হিরা মিয়া করগাঁও পাইতুর পাড়া গ্রাম থেকে ৩০০ থেকে ৪০০ লোক নিয়ে মাহমুদপুর গ্রামে অতর্কিত হামলা চালায়। বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লক্ষ টাকা হবে বলে এলাকাবাসীর ধারণা।
কটিয়াদী থানার ইনচার্জ এমএ জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।