সংবাদদাতা ।।
নিকলীতে আকিজ কোম্পানির গাড়ির ধাক্কায় একটি টিনের চৌচালা বসতঘর ভেঙ্গে গেছে। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্কিত হয়ে পড়ে ঘরের ভেতরে থাকা বাড়ির লোকজন। এ সময় ঘরে ছিলো এক নবজাতক, ৩ মাস বয়সী এক শিশু ও শিশুদের মায়েরা। তাৎক্ষণিক এলাকার লোকজন ছুটে এসে দুর্ঘটনাকবলিত ঘরটি থেকে তাদের উদ্ধার করেন।
ঘরটির মালিক বড়পুকুর পাড়ের আবদুল আজিজ মিয়া। দুর্ঘটনাটি বৃহস্পতিবার ৩ মার্চ দুপুর ২টার সময় নিকলী সদর ইউনিয়নের বড়পুকুর পাড় গ্রামে সংঘটিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আকিজ ফুড এন্ড বেভারেজ-এর পণ্যবাহী একটি গাড়ি ঢাকা থেকে নিকলী উপজেলায় ডিস্ট্রিবিউশন করতে আসে। গাড়িটি বানিয়াহাটি বকুল তলার পথ ভুলে নতুন বাজার সড়কে এসে পড়ার সময় বড়পুকুর পাড় এলে সড়কে লাগোয়া চৌচালা আজিজ মিয়ার টিনের নির্মিত বসতঘরটির সাথে ধাক্কা লেগে যায়। সাথে সাথে ঘরটি ধসে পড়ে। লণ্ডভণ্ড হয়ে পড়ে ঘরের আসবাবপত্র। এসময় ঘরে ছিলেন আজিজ মিয়ার স্ত্রী, যিনি আজ ভোরে জন্ম দিয়েছেন এক কন্যা শিশু। আরো ছিলেন আজিজ মিয়ার পুত্রবধূ ও তার ৩ মাসবয়সী ছেলে। লোকজন দ্রুত তাদের উদ্ধার করে। পরে বিক্ষুব্ধ জনতা গাড়িটি আটক করে।