আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) ।।
নওগাঁর ধামইরহাটে জি আহমেদ (গছির উদ্দিন আহমেদ) পরিবারের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৮ মে শুক্রবার সকাল থেকে ধামইরহাট ইউনিয়ন ও পৌরসভার আংশিক এলাকার ১৬শ’ পরিবারে ২ কেজি আটা, আধা কেজি করে তৈল, সেমাই-চিনি বিতরণ করেন জি আহমেদ পরিবারের সন্তান ও ধামইরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, কমিউনিটি পুলিশিং-এর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এটিএম বদিউল আলম। এ সময় গ্রামে গ্রামে গিয়ে নিজ হাতে ওইসব ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।
বিতরণকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসেন, সাবেক প্রধান শিক্ষক ফজলুর রহমান, আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন, শিবলী প্রমুখ উপস্থিত ছিলেন।
এটিএম বদিউল আলম বলেন, আজকে ৮শ’ পরিবারে বিতরণ করবো এবং আগামীকালের মধ্যে ১৬শ’ পরিবারে ত্রাণসামগ্রী বিতরণ সম্পন্ন করা হবে।