সংবাদদাতা ।।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এরই মধ্যে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাপ শুরু হয়ে গেছে। সবাই নিজেকেই সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে উপস্থাপন করছেন দলীয় নীতি-নির্ধারকদের কাছে। তৃণমূল নেতা-কর্মীদের সমর্থন যোগাড়ে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি নিকলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন চাইলেন সার্জেন্ট (অব:) আলহাজ মোঃ হারুন আল কাইয়ুম। তিনি নবগঠিত উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। ১ মার্চ মঙ্গলবার বিএনপির উপজেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে হারুন আল কাইয়ুম তৃণমূল নেতা-কর্মীদের কাছে সমর্থনের কথা ব্যক্ত করেন।
এদিন সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত তৃণমূল নেতা-কর্মীদের মতবিনিময় সভায় সবার দোয়া ও সমর্থন পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক আবির, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসরাফ উদ্দীন, সদর ইউনিয়ন বিএনপি সভাপতি মুক্তিযোদ্ধা চাঁন্দালী মেম্বার, যুবনেতা জামরুল ইসলামসহ শতাধিক নেতাকর্মী। আলোচনা শেষে সদর ইউনিয়ন বিএনপি সভাপতি চাঁন্দালী মেম্বার বলেন, মনোনয়নের ব্যাপারে আগামী ৪ মার্চ শুক্রবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে তৃণমূলের সকল নেতাকর্মীর উপস্থিতিতে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।