মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) ।।
হবিগঞ্জের লাখাইয়ে চলতি বোরো মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ধান ক্রয়ের লক্ষে লটারির মাধ্যমে কৃষক বাছাই কাজ সম্পন্ন হয়েছে।
কৃষি ভাণ্ডারখ্যাত লাখাই উপজেলার মোট ৬টি ইউনিয়নের কার্ডধারী ৫ হাজার ৯৫৬ জন কৃষকের মধ্যে থেকে এক হাজার ৫০৯ জন কৃষককে লটারির মাধ্যমে নির্বাচিত করেছে উপজেলা প্রশাসন।
নির্বাচিত কৃষকগণ সরাসরি ১ টন করে ধান ২৬ টাকা কেজি দরে সরকারের নিকট বিক্রি করতে পারবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
গতকাল শনিবার (৯ মে) বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও ধান চাল সংগ্রহ কমিটির সভাপতি লুসিকান্ত হাজংয়ের পক্ষে সহঃকমিশনার (ভূমি) সঞ্চিতা কর্মকার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা একে এম আঃ রহমান আন নাফিজ, উপজেলা কৃষি অফিসার মোঃ আহসান হাবিবের সার্বিক তত্ত্বাবধানে লটারির কার্য সম্পন্ন হয়।
লটারি অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপদেষ্টা আলহাজ্ব অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, ইউপি চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেন, রফিকুল ইসলাম মলাই, উপসহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, চলতি বছর লাখাই উপজেলার প্রান্তিক চাষীদের কাছ থেকে ১৫শ’ ৯ মেট্রিক টন ধান ক্রয় করবে সরকার।