আমাদের নিকলী ডেস্ক ।।
করোনা ভাইরাস সংক্রমণ আতঙ্কে পুরো বিশ্বের ফুটবল স্থগিত রয়েছে। ইউরোপের শীর্ষ পাঁটটি ফুটবল লিগ আপাতত বন্ধ রয়েছে। তবে আশার কথা হলো খুব শিগগিরই আবারও মাঠে ফিরবে ফুটবল। দর্শকশূন্য স্টেডিয়ামে লিগ শুরুর চিন্তা করছে স্প্যানিশ ফুটবল লিগ কর্তৃপক্ষ। তবে নতুন নিয়ম প্রবর্তন করেছে লা লিগা।
রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ফুটবলাররা চলতি সপ্তাহে অনুশীলনে যোগ দিয়েছে। লা লিগায় নতুন নিয়ম অনুযায়ী প্লে-অফ পদ্ধতি পয়েন্ট টেবিল অনুযায়ী নির্ধারণ করা হবে। যদিও যুব ফুটবলারদের সেশন শেষ হয়েছে।
স্প্যানিশ ফুটবল লিগের ম্যাচ চলাকালীন সময়ে সর্বোচ্চ পাঁচজন ফুটবলার পরিবর্তন করা যাবে, আগে যেখানে চারজন পরিবর্তন করা যেত। লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস ইতোমধ্যে তার সম্মতির কথা জানিয়েছেন।
ম্যাচ ডে-তে সকল দলের স্কোয়াড ২৩ সদস্যবিশিষ্ট হবে। এছাড়া দ্বিতীয় শ্রেণির ফুটবল লিগে এবং নারী ফুটবল লিগের ম্যাচে দল ২০ সদস্যবিশিষ্ট হবে। হলুদ কার্ড দেখানোয় নতুন নিয়ম আনা হয়েছে। ফুটবলাররা মাঠে থুতু ফেললে রেফারি হলুদ কার্ড দেবেন।
ভিএআর ব্যবহারে পরিবর্তন আনা হবে। এছাড়া ক্লাবের অনুশীলন চলার সময় ট্রেনিংয়ের ছবি ও ভিডিও লা লিগা কর্তৃপক্ষকে দিতে হবে। গুজব ছড়ানো থেকে রক্ষার জন্য ক্লাবের কোনো মেডিকেল তথ্য প্রকাশ করা যাবে না। এটা লা লিগা নিশ্চিত করতে চায়।
প্রতিযোগিতা শুরু হওয়ার আগে লা লিগা এগুলো নিশ্চিত করবে। স্টেডিয়ামে প্রবেশের সময় সবার শরীরের তাপমাত্রা পরীক্ষা করতে হবে। ফুটবলাররা শুধুমাত্র হোটেল ব্যবহার করবে এবং ভ্রমণের সময় বিশেষ ফ্লাইট ব্যবহার করা হবে।
বাসে ভ্রমণের ক্ষেত্রে ফুটবলারদের জন্য দুটি বাস থাকবে। খেলা শুরু হওয়ার ২৪ ঘণ্টা আগে প্রতিটি ফুটবলারকে পরীক্ষা করা হবে। খেলার প্রথমার্ধ শেষে ফুটবলারদের অবশ্যই জার্সি পরিবর্তন করে দ্বিতীয়ার্ধে মাঠে নামতে হবে।
এদিকে জার্মান ফুটবল লিগ নতুন নিয়ম মেনে মাঠে ফিরবে আগামী ১৬ মে। জার্মান ফুটবল লিগের নিয়ম অনুসারে ফুটবলাররা এক সঙ্গে মাঠে প্রবেশ করতে পারবে না। গোল করার পর উদযাপনের সময়ে কেউ কাউকে স্পর্শ করতে পারবে না। সাইড বেঞ্চে থাকা সবাইকে মাস্ক পড়ে থাকতে হবে এবং হাত মেলানো সম্পূর্ণ নিষেধ।\
সূত্র : বাংলানিউজ২৪