আমাদের নিকলী ডেস্ক ।।
বোর্ডের দুর্নীতিবিরোধী নিয়ম ভঙ্গ করার দায়ে সব ধরনের ক্রিকেট থেকে ৬ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন আফগান ক্রিকেটার শফিকুল্লাহ শফিক। মূলত দু’টি ফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিংয়ের অভিযোগে এ গুরুতর শাস্তি পেলেন ৩০ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
২০১৮ সালে আফগানিস্তান প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির (এপিএল টি-টোয়েন্টি) প্রথম সংস্করণ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০১৯ সংস্করণে শফিক ফিক্সিংয়ে জড়িত ছিলেন বলে অফিযোগ ওঠে। অ্যান্টি-করাপশন ট্রাইবুনাল তার বিরুদ্ধে চারটি অভিযোগ আনে। সব অভিযোগ স্বীকার করেছেন শফিক। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) তার স্বীকারোক্তির ভিত্তিতে ছয় বছরের নিষেধাজ্ঞা দেয়।
শফিকের নিষেধাজ্ঞার বিষয়ে এসিবি’র সিনিয়র অ্যান্টি করাপশন ম্যানেজার সাঈদ আনোয়ার শাহ কোরায়শী বলেন, “এটা সেসব খেলোয়াড়দের জন্য সতর্কবার্তা, যারা মনে করে এসিবি’র এসিইউ (অ্যান্টি করাপশন ইউনিট) তাদের অবৈধ কার্যক্রম প্রকাশ করবে না। যা উপলব্ধি করছেন তার চেয়ে আরও বেশি সবকিছু আমাদের নজরদারিতে আছে।”
আফগানিস্তান জাতীয় দলের নিয়মিত মুখ শফিক আন্তর্জাতিক অঙ্গনে ১৬টি ওয়ানডে ও ৩০টি টি-টোয়েন্টি খেলেছেন।