হবিগঞ্জের লাখাইয়ে সীমানা বিরোধকে কেন্দ্র করে খুন

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লাখাই উপজেলার মফস্বল পল্লি সাতাউক গ্রামের ধনু মিয়া এবং জানু মিয়ার পরিবারের লোকজনের মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল।

এ নিয়ে শনিবার সন্ধ্যায় বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে এক শালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। শালিশ বৈঠকে এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হলে পরে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

সংবাদ পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাসিরনগর হাসপাতালসহ আরো বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

রোববার ভোরে নাসিরনগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত বাবু মিয়ার পুত্র সফিল মিয়া (৩৫) মৃত্যুর কোলে ঢলে পড়েন। পুলিশ তার লাশ মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে লাখাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলামের সাথে আলাপকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে বলেও জানা যায়।

Similar Posts

error: Content is protected !!