ভৈরবে ৫৬ কেজি গাঁজাসহ র‌্যাবের হাতে আটক ৩

আমাদের নিকলী ডেস্ক ।।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় প্রায় দেড় মণ (৫৬ কেজি) গাঁজাসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। সোমবার (১১ মে) দুপুরে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে সকালে উপজেলার দুর্জয় মোড় এলাকা থেকে একটি কাভার্ডভ্যানসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন- হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার লক্ষ্মীপুর এলাকার মো. জমরুজ মিয়ার ছেলে সিরাজুল ইসলাম উজ্জ্বল (২৩), ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার মরিচালী এলাকার আব্দুল হেকিম মণ্ডলের ছেলে রতন মিয়া (২৮) ও নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ইয়ারণ এলাকার আব্দুস সোবহানের ছেলে ইমরান হোসেন (২২)।

রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ভৈরব উপজেলার দুর্জয় মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে র‌্যাবের চেকপোস্ট বসানো হয়। এসময় সন্দেহ হলে একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করে ৫৬ কেজি গাঁজাসহ ওই তিন মাদকবিক্রেতাকে আটক করা হয়। তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় মামলা প্রক্রিয়াধীন।

সূত্র : বাংলানিউজ২৪

Similar Posts

error: Content is protected !!