আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) ।।
নওগাঁর ধামইরহাটে চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা মহির উদ্দিন (৭৩) আর নেই। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজেউন।
মুক্তিযোদ্ধার সন্তান কামাল পাশা (বাদল) জানান, তার বাবা বীর মুক্তিযোদ্ধা ও মৃত জহর আলী মুন্সির ছেলে মহির উদ্দিন ১৬ মে বিকেলে কোরআন শরীফ তেলাওয়াতকালীন বুকে ব্যথা অনুভূত হলে তাৎক্ষণিকভাবে মুক্তিযোদ্ধা মহির উদ্দিনকে ছেলে কামাল পাশা (বাদল) ও ছোট ছেলে উপ-সহকারী কৃষি অফিসার ফারুক হোসেন হাসপাতালে নেন। সেখানে সাময়িক সুস্থ্য হলেও পুনরায় অসুস্থ্য হয়ে পড়লে তাঁকে রামেক হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।
এ সময় রাজশাহী নেওয়ার প্রস্তুতিকালেই হাসপাতালেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১৭ মে সকাল ১০টায় চন্ডিপুর হাইস্কুল মাঠে মুক্তিযোদ্ধা মহির উদ্দিনকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও গনপতি রায়, ওসি শামীম হাসান সরদার, প্রধান শিক্ষক মুকুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা জাহিরুল ইসলাম, ইয়াকুব আলী মাস্টার প্রমুখ উপস্থিত ছিলেন। তিনি ২ ছেলে ৩ মেয়ে ও ১ স্ত্রীসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে যান। পরে জানাযা শেষে পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন করা হয়।