করিমগঞ্জে ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত

আমাদের নিকলী ডেস্ক ।।

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নেয়ামতপুর বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় আছাব উদ্দিন (৪০) নামে অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক নারী যাত্রী।

সোমবার (১৮ মে) দুপুরে করিমগঞ্জ-চামটা ঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আছাব একই উপজেলার ভাটিয়া গাঙপাড় গ্রামের মো. শুক্কুরের ছেলে। আহত যাত্রীর নাম আমেনা বেগম (৬০) বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে চামটা ঘাট থেকে একজন যাত্রী নিয়ে অটোরিকশাটি করিমগঞ্জের দিকে যাচ্ছিল। এসময় নিয়ামতপুর বাজারের কাছে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক আছাব ও যাত্রী আমেনা গুরুতর আহত হন। স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আছাবকে মৃত ঘোষণা করেন। আমেনা হাসপাতালে চিকিৎসাধীন।

 

সূত্র : বাংলানিউজ২৪

Similar Posts

error: Content is protected !!