বাজিতপুরে পাওনা টাকা চাওয়ায় ফুফাকে পেটালেন পুলিশ সদস্য

আমাদের নিকলী ডেস্ক ।।

কিশোরগঞ্জ জেলার বাজিতপুরে পাওনা টাকা ফেরত চাওয়ায় ফুফা মঞ্জু মিয়াকে মারধর করেছেন এক পুলিশ কনস্টেবল মনির। উপজেলার উত্তর গজারিয়া গ্রামে শনিবার (১৬ মে) এ ঘটনা ঘটে। আহত মঞ্জু মিয়া উত্তর গজারিয়া গ্রামের এক শহীদ পরিবারের ছেলে বলে জানা গেছে।

এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এক বছর আগে মঞ্জু মিয়ার কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেয় ঢাকার মীরপুরের পুলিশ স্টাফ কলেজের কনস্টেবল হিসাবে চাকরিরত তার বোনের ছেলে মনির। কিন্তু অনেক দিন পরও মনির এ ঋণ পরিশোধ করেনি।

টাকা চাইলেই দেই-দিচ্ছি বলে সময় ক্ষেপণ করে আসছিলেন মনির। ছুটিতে এসে শনিবার দুপুর ১টার দিকে বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় মনিরের কাছে পাওনা টাকা চান মঞ্জু মিয়া। এ সময় মঞ্জু মিয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মনির।

একপর্যায়ে মনির ও তার বাড়ির লোকজন মঞ্জু মিয়াকে এলোপাথাড়ি মারধর করে। মঞ্জু মিয়ার ছেলে বোরহান এগিয়ে এলে তাকেও বেধড়ক মারধর করে তারা। আহত মঞ্জু মিয়াকে উদ্ধার করে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরিবারের লোকজন।

বাজিতপুর থানার ওসি মো খলিলুর রহমান পাটোয়ারী এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

 

সূত্র : যুগান্তর

Similar Posts

error: Content is protected !!