কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কটিয়াদী উপজেলার ৯টি ইউনিয়নে ২য় পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ মার্চ। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ৩জন চেয়ারম্যান প্রার্থী, ৫জন মেম্বার ও ২জন সংরক্ষিত মেম্বার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শনিবার ও রোববার যাচাই-বাছাইয়ে মসূয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী গণতন্ত্রী পার্টির আ: মালেকের মনোনয়ন ফরমে তথ্য অসম্পূর্ণ থাকার কারণে তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। একই ইউনিয়নের আ: কাদির জামানত জমা না দেয়ায়, করগাঁও ইউনিয়নের রফিকুল হক আফরোজের ব্যাংক তথ্য অসম্পূর্ণ থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়।
এদিকে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে মুমুরদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মো: আলামিনকে প্রস্তাব ও সমর্থনকারীর ভোটার নং উল্লেখ না থাকায়, বনগ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মতিউর রহমানকে ঋণখেলাপী হিসেবে, আচমিতা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মো: তাজুল ইসলাম নিজ ওয়ার্ডে প্রস্তাব ও সমর্থককারীর ওয়ার্ড নং ভুল উল্লেখ করার কারণে এবং লোহাজুরী ইউনিয়নের জাকির হোসেন ঋণখেলাপী হওয়ার কারণে এবং সংরক্ষিত মহিলা মেম্বার মসূয়া ইউনিয়নের রেদুয়ানাকে ঋণখেলাপী থাকার কারণে এবং মুমুরদিয়া ইউনিয়নের নাজমা আক্তার ভুল কোডে জামানত লেখার কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এ ব্যাপারে নির্বাচন অফিসার ফারুক মিয়া বলেন, যাচাই-বাছাই সম্পন্ন করা হয়েছে। অসম্পূর্ণ, ঋণখেলাপী ও ভুল তথ্য প্রদানকারীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।