তাড়াইলে হাঁসের কচুরিপানা খাওয়া নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা

আমাদের নিকলী ডেস্ক ।।

কি‌শোরগ‌ঞ্জের তাড়াইলে তুচ্ছ বিষয় নি‌য়ে বি‌রো‌ধের জে‌রে তাজুল ইসলাম (৪৫) না‌মে এক ব্যক্তি‌কে কু‌পি‌য়ে হত্যা করা হ‌য়ে‌ছে। সোমবার (১৮ মে) রা‌তে উপ‌জেলার জাওয়ার ইউনিয়‌নের ইছাপশর গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।

নিহত তাজুল ইসলাম ইছাপশর গ্রা‌মের আনোয়ার আলীর ছে‌লে। এ ঘটনায় পু‌লিশ চারজন‌কে আটক ক‌রে‌ছে।

তাড়াইল থানা পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মু‌জিবুর রহমান জানান, ক‌য়েক দিন আগে পুকু‌রে হাঁসের বাচ্চা কচু‌রিপানা খাওয়া নি‌য়ে তাজুল ইসলা‌মের সঙ্গে একই গ্রা‌মের আব্দুর র‌হিম ও তার ছে‌লে‌দের ঝগড়া হয়। তাজুল ইসলাম আব্দুর র‌হি‌মের প‌ক্ষের একজন‌কে মারধর ক‌রেন। এ ঘটনার জের ধ‌রে সোমবার সন্ধ্যার পর বা‌ড়ির সাম‌নে আব্দুর র‌হি‌মের প‌ক্ষের লোকজন তাজুল ইসলা‌মের ওপর হামলা ক‌রেন।

এ সময় তাজুল‌কে কু‌পি‌য়ে গুরুতর আহত ক‌রেন তারা। আশঙ্কাজনক অবস্থায় তা‌কে প্রথ‌মে তাড়াইল উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নেয়া হয়। সেখান থে‌কে ময়মন‌সিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নেয়া হ‌লে রাত ১১টার দি‌কে চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন। এ ঘটনায় মামলার প্রস্তু‌তি চল‌ছে ব‌লেও জানান ওসি।

সূত্র : জাগোনিউজ২৪

Similar Posts

error: Content is protected !!