অধিকারবঞ্চিত শিশুদের পাশে আমরা কুঁড়ি

বিশেষ প্রতিনিধি ।।

মাহে রমজান উপলক্ষে অধিকারবঞ্চিত শিশুদের নিয়ে রমজানের প্রথম দিন রাজধানী ঢাকার লালমাটিয়াতে এবং ২৪ রমজান মঙ্গলবার (১৯ মে) বাবুবাজারে ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয় শিশু-কিশোর সংগঠন “আমরা কুঁড়ি”।

সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে (১৯৯১) শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। একই সাথে তারা শিশু অধিকার আদায়, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদসামগ্রী-শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা সেবা, বই বিতরণ ও আর্থিক সহায়তা প্রদানের মতো মহৎ কাজও করে থাকে।

বাবুবাজারে অধিকারবঞ্চিত শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিল

“আমরা কুঁড়ি”র চেয়ারম্যান, নিকলী উপজেলার আলোকিত মুখ এবং “আমাদের নিকলী ডটকম” উপদেষ্টা সম্পাদক মুশতাক আহম্মদ লিটন জানান, প্রতি বছর রমজানে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার মাহফিল ও ঈদে জামা উপহার দিয়ে থাকি। এ বছর করোনা পরিস্থিতির জন্যে নিয়মিত আয়োজন ঈদবস্ত্র বিতরণ করতে পারিনি। খণ্ড খণ্ড ভাবে আমরা বিভিন্ন পয়েন্টে শিশুদের মাঝে করোনা মোকাবিলায় সচেতনতামূলক কাজ করে যাচ্ছি।

২০১৯ সালে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠান   [[ফাইল ফটো]]

Similar Posts

error: Content is protected !!