ধামইরহাটে ৫ হাজার পরিবারে ত্রাণ দিল সাবেক এমপি সামসুজ্জোহা খান

আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) ।।

ধামইরহাটে সাবেক এমপি সামসুজ্জোহা খানের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক, সাবেক নওগাঁ জেলা বিএনপির সভাপতি সামসুজ্জোহা খান জানান, বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে, নওগাঁ-২ নির্বাচনী এলাকা ধামইরহাট-পত্নীতলার মোট ১৯টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় ১১ হাজার গরীব অসহায় পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ চলছে। এরই ধারাবাহিকতায় গতকাল সকাল থেকে জাহানপুর ইউনিয়নের বড় শিবপুর দেউলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণের উদ্বোধন করা হয়।

এ সময় সামসুজ্জোহা খানের পক্ষে উপস্থিত ছিলেন, ধামইরহাট থানা বিএনপি আহ্বায়ক ফেরদোউস খান, থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর, বিএনপি নেতা পলাশ, রনি, শাহীনুর রহমান শাহীন, মাসুদ রানা মহিদুল, মাসুদ রানা ফয়সাল প্রমুখ।

উল্লেখ্য, ধামইরহাট উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৫ হাজার পরিবারে ত্রাণ বিতরণ করা হবে।

Similar Posts

error: Content is protected !!