আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সামছুউদ্দিন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকালে উপজেলার গুজাদিয়া ইউনিয়নের নিজ বাড়িতে মারা যান তিনি। সামছুউদ্দিন স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন। করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াদ শাহেদ রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. রিয়াদ শাহেদ রনি বলেন, করোনা আক্রান্ত সন্দেহে ১৮ মে সামছুউদ্দিনের নমুনা সংগ্রহ করা হয়। ২৩ মে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তারপর থেকে বাড়িতে আইসোলেশনে ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে উপজেলার গুজাদিয়া ইউনিয়নের নিজ বাড়িতে মারা যান তিনি।
করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তসলিমা নূর হোসেন বলেন, জানাজা শেষে পুলিশের সহায়তায় পারিবারিক কবরস্থানে ওই ব্যক্তিকে দাফন করা হয়েছে।
সূত্র : জাগোনিউজ২৪