নিজস্ব প্রতিনিধি ।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিকলী উপজেলা যুবদলের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা যুবদল সভাপতি খসরুজাম্মান শরীফের নির্দেশনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদল নেতা কারার ইকতার আহম্মেদ আরিফ।
শারীরিক দূরত্ব বজায় রেখে নিকলী নতুন বাজারে ক্ষুদ্র পরিসরে অনুষ্ঠিত স্মরণসভায় জিয়াউর রহমানের ওপর সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া পরিচালনা করা হয়। আলোচনায় বক্তারা দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় তারা বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্যও দোয়া প্রার্থনা করেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা আসাদুজ্জামান লিটন, মোঃ ফরিদ মিয়া, ফাইজুল কবির খোকন, বাক্কার মিয়া, ইব্রাহিম, হারুন মিয়া, নিকলী কলেজ শাখা ছাত্রদল নেতা কারার ইমরান মাহদী নিয়নসহ কর্মী-সমর্থকরা।