নানশ্রীতে শিশুদের ফুটবল খেলা নিয়ে হামলায় আহত ২৫

শাফায়াত নূরুল, সংবাদদাতা ।।

কিশোরগঞ্জের নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের নানশ্রী গ্রামের ভাগুয়াখালী (নানশ্রী) মসজিদের পশ্চিম পাড়ায় গতকাল বৃহস্পতিবার (৪ জুন) সকালে খুর্শিদ মিয়ার নির্দেশে ইয়াজুল, বজরুল, সহর উদ্দিন, কারীমুল্লা, আলী আকবর, আলীম উদ্দিন, সিরাজ, গোলেনা, রাবিয়াসহ ৪০-৫০ জন লোকজন ফাইজুল মিয়ার বাড়িতে হামলা চালালে মহিলাসহ ২৫ জন আহত হয়েছে বলে জানা যায়।

আহতরা হলেন- খুর্শিদ মিয়া (৬৫), বজরুল (৩৫), সহর উদ্দিন (৫৫), তহুরা বেগম (৫৫), আব্দুর রহমান (৪০), কারীমুল্লা (৪২), হালীম উদ্দিন (৩৫), গোলেনা (৪০), হাসনা বেগম (৩০), শফিকুল ইসলাম (১০), সবির উদ্দিন (৬০), সুমন মিয়া (২৫), আনোয়ার হোসেন (২৪), আজিজুল (২৩), সোহেল মিয়া (২২), আল আমিন (৩০), দেলোয়ার হোসেন (২৩), হেলেন আক্তার (৪০), সোহাগ মিয়া (১২), আম্বিয়া খাতুন (৫০), আঙুরা বেগম (৩৬), সিরাজ উদ্দিন (২৮), লতিফ উদ্দিন (২৫)। এদের মধ্যে শফিকুল ইসলাম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যদের ১০-১২ জনকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রে জানা যায় যে, দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতার জেরে খুর্শিদ মিয়ার লোকজন ফাইজুল মিয়ার লোকজনদের মারধর ও হুমকি দিয়ে আসছে। খুর্শিদ মিয়ার লোকজন অপরপক্ষের একটি মোবাইল সেট ও বাড়িঘর ভেঙ্গে নগদ এক লক্ষ টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে নিকলী থানার ওসি সামছুল আলম সিদ্দিকী ঘটনা সত্যতা নিশ্চিত করেন।

Similar Posts

error: Content is protected !!