অষ্টগ্রামে সেতুর নির্মাণকাজ উদ্বোধন কর‌লেন এমপি তৌফিক

আমাদের নিকলী ডেস্ক ।।

কি‌শোরগঞ্জের অষ্টগ্রামে হাওরে কাস্তুল বড়ভাঙ্গা সেতুর নির্মাণ কাজ শুরু হ‌য়ে‌ছে। শ‌নিবার দুপু‌রে এলাকাবাসীর দীর্ঘদি‌নের প্রত্যা‌শিত সেতু‌টির নির্মাণ কাজের উদ্বোধন ক‌রেন রাষ্ট্রপ‌তির ছে‌লে ও কিশোরগঞ্জ-৪ আসনের এম‌পি রেজওয়ান আহাম্মদ তৌফিক। এ সময় তি‌নি ব‌লেন, সেতুর নির্মাণ কাজ শেষ হ‌লে এলাকাবাসী দু‌র্ভোগ থে‌কে রেহাই পা‌বেন।

জানা গে‌ছে, উজানচর-বাজিতপুর-অষ্টগ্রাম সড়কে ৯৭.৩২৬ মিটার দীর্ঘ কাস্তুল বড়ভাঙ্গা সেতুর নির্মাণ ব্যয় হবে ১৮ কোটি টাকা। সড়ক ও জনপথ বিভাগ প্রকল্প‌টি বাস্তবায়ন কর‌ছে।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক হায়দারী বাচ্চু, কিশোরগঞ্জ সড়ক ও জনপথ অধিদফতরের উপবিভাগীয় প্রকৌশলী মাহমুদ আলনূর সালেহীন, অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা প্রমুখ।

সূত্র : জাগোনিউজ২৪

Similar Posts

error: Content is protected !!