সাফায়াত নুরুল, সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা করগাঁও ইউনিয়নের কেয়াহাটি গ্রামে গত শুক্রবার পুকুরের জায়গা ও গাছ নিয়ে আব্দুল হাই ও আব্দুল জব্বার গংয়ের মাঝে সংঘর্ষে মহিলাসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন। আহতরা হলেন- আবুল খায়ের (৫০), আবু নাছের (৫৩), আব্দুল গনি (৫২), সাব্বির মিয়া (১৫), সুলতান মিয়া (১৮), কামরুল ইসলাম (১৫), জাকিয়া খাতুন (২৪), কালা মিয়া (২০), আকিরন খাতুন (২৪), আশা আক্তার (১২), সাইমা আক্তার (১৭), জিনুক আক্তার (১৭), ফারুক মিয়া (১৮), রুবেল মিয়া (২৮), মাসুক মিয়া (২৫), আব্দুল হাই (৬৬), আব্দুল হেকিম (৬৪), কমলা খাতুন (৪৫) ও জাকির হোসেন (১৭)।
এদের মধ্যে ফারুক মিয়া, রুবেল মিয়া, আব্দুল হাই ও কমলা খাতুনকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে আব্দুল জব্বার বাদী হয়ে আব্দুল হাই, আব্দুল হেকিমকে আসামি করে ১০-১২ জনের নামে কটিয়াদী থানায় একটি অভিযোগ দায়ের করেন। কটিয়াদী থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।