আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জের ভৈরবে এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সিপিসি-৩ এর অধিনায়ক রাফিউদ্দিন মো. যোবায়ের ও সহকারী অধিনায়ক চন্দন দেবনাথ। তারা নিজ নিজ বাসায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিচ্ছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ভৈরব র্যাব ক্যাম্প সিপিসি-৩ এর সহকারী অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, গত ২৬ মার্চ থেকে অধিনায়কের নেতৃত্বে ভৈরবের মানুষকে ঘরে রাখতে কাজ করার পাশাপাশি বড় বড় অপারেশন ও আসামি গ্রেফতারে র্যাব সদস্যরা সমভাবে কাজ করে যাচ্ছেন। কখন যে আক্রান্ত হয়েছি বুঝতেও পারিনি। কয়েক দিন আগে করোনার উপসর্গ দেখা দিলে গত ৭ জুন আমার নমুনা পরীক্ষার জন্য দেই। ১০ জুন রাতে করোনা পজিটিভ রিপোর্ট আসে। একই সময় অধিনায়কেরও করোনা পজিটিভ রিপোর্ট আসে। ডাক্তারের পরামর্শে তারা নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন বলে জানান।
ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ বলেন, গত ৭ জুন ৪৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল বুধবার রাতে করোনা সংক্রমণ কমিটির হাতে পৌঁছে। এতে ভৈরব র্যাব ক্যাম্পের অধিনায়ক ও সহকারী অধিনায়কসহ ছয়জনের করোনা পজিটিভ ধরা পড়ে। এ নিয়ে ভৈরবে ৩৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন পাঁচজন।
সূত্র : জাগোনিউজ২৪