আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) ।।
নওগাঁর ধামইরহাটে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন সম্প্রসারণ ও ওয়াস ব্লক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ১১ জুন সকালে ৩০ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার বিভাগ ও জাইকার অর্থায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় কাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চক ইলাম দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন সম্প্রসারণ ও ওয়াস ব্লক নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আজাহার আলী।
এ সময় ধামইরহাট উপজেলা উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, উপজেলা প্রকৌশলী মোঃ আলী হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফা, জাইকার উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মোঃ আখতার হোসেন, ঠিকাদার প্রতিষ্ঠান প্রতিনিধি ইনজামামুন হক সরকার শিমুল, আব্দুল মজিদ, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।