ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
ধামইরহাটে বনবিভাগের উদ্যোগে স্ট্রিপ বাগান বনায়নে ১ লাখ গাছ রোপনের উদ্বোধন করা হয়েছে। ১৩ জুন বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে ববিভাগের উদ্যোগে সামাজিক বনায়ন কর্মসূচির সুফল প্রকল্পের আওতায় ৩০ কিলোমিটার স্ট্রীপ বনায়ন, অন্যান্য প্রকল্পসহ মোট ১ লাখ গাছ রোপন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।
বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান জানান, মঙ্গলখাল এলাকায় আজকে সুফল প্রকল্পের বনায়ন কার্যক্রম উদ্বোধন করা হলো, বনবিভাগ এ প্রকল্পের আওতায় মহুয়া, নিম, অর্জুন, কদম, গর্জন, জাম, আকাশমনি প্রজাতির মোট ১ লক্ষ গাছ রোপন করবে।
এ সময় উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক ও সাবেক সভাপতি এম এ মালেক, সাংবাদিক রাসেল মাহমুদ, মঙ্গলখালের অন্যতম সদস্য ডেইজী আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।