আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) ।।
নওগাঁর ধামইরহাটে প্রবীন ক্রীড়াবিদ, সর্বজন প্রিয় ব্যক্তিত্ব শরিফ উদ্দিন (৭৫) আর নেই। ইন্নাল্লিাহে ওয়াইন্না ইলাইহি রাজেউন। মরহুমের বড় ছেলে আলতাব হোসেন জানান, তার বাবা শরিফ উদ্দিন বার্ধক্যজনিত কারণে বিছানাগত থাকাকালে গত ২০১৯ সালের ডিসেম্বর মাসে ক্যান্সারে আক্রান্ত হন। ১৪ জুন সন্ধ্যা ৭টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বর্ণাঢ্য জীবনের অধিকারী শরিফ উদ্দিন উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। উপজেলার সকল মাঠেই তিনি বিভিন্ন খেলায় দক্ষ ক্রীড়া পরিচালকের (রেফারি) দায়িত্ব পালন করেছেন। তিনি ধামইরহাট বাজার বাসস্ট্যান্ডে দীর্ঘদিন চেইনমাস্টারের দায়িত্ব পালন করেছেন।
১৫ জুন সকাল ১১টায় ফার্শিপাড়া মোজাফফর রহমানিয়া দাখিল মাদরাসা ময়দানে সামাজিক দূরত্ব বজায় নামাজে জানাযা শেষে চল্লিশপীর মাজারে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ১ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
জানাযায় এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিত্ব, আত্মীয়-স্বজন গ্রামবাসীসহ অনেকেই উপস্থিত ছিলেন।