আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) ।।
নওগাঁর ধামইরহাটে সৎ মায়ের পা কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে সন্তানের বিরুদ্ধে। এই ঘটনায় মা রেহেনা বেগম (৪৫) বাদী হয়ে ধামইরহাট থানায় ১টি অভিযোগ দায়ের করেছেন।
থানার অভিযোগ সূত্রে জানা গেছে, ১৪ জুন বেলা ১১টার দিকে জমি-জমা সংক্রান্ত বিরোধ জের ধরে মৃত দলুমুদ্দীন-এর বড় স্ত্রী অমিছা বেগম তার সন্তান সাইদুলসহ পরিবারের লোকজন নিয়ে দলুমুদ্দীনের ২য় স্ত্রী রেহেনার বাড়িতে হামলা চালিয়ে ঘরের টিন ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলে এবং সতীনের ছেলে সাইদুল ইসলাম রেহেনার পায়ে কোপ মারে। এতে ছোট মা রেহেনার বাম পায়ের নিচে অনেকটা অংশ কেটে যায়।
আহত রেহেনা ধামইরহাট হাসপাতালে ভর্তি আছেন। তবে অভিযুক্ত রেহেনার সতীনের ছেলে সাইদুল ইসলাম বলেন, আমার জমিতে ছোট মা জমি জোর করে নিতে আসলে আমি তাতে বাধা দিয়েছি। এতে ঠেলাঠেলি করতে কেটে যেতে পারে। আমি তাকে কোপ মারিনি।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।