মোঃ নজরুল ইসলাম, অষ্টগ্রাম প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রাকিব (২২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষক রাকিব উপজেলা সদরের কাজীপাড়া গ্রামের মাকসুদুর রহমান আচ্চা মিয়ার ছেলে।
মেয়েটির পারিবারিক সূত্রে জানা যায়, গত (সোমবার) বিকেলে একই পাড়ার শিশু মেয়েটি বাড়ির উঠানে খেলার সময় ধর্ষক রাকিব মেয়েটিকে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে তার চাচার ঘরে নিয়ে ধর্ষণ করে। এরপর থেকে মেয়েটি শারীরিক ও মানষিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এবং গতকাল (মঙ্গলবার) বিকেলে বাবা মায়ের কাছে ধর্ষণের কথা খুলে। পরে মেয়েটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অষ্টগ্রাম থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম মোল্যা জানান , ধর্ষক রাকিবকে গ্রেফতার করা হয়েছে। মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।