রাষ্ট্রপতি আবদুল হামিদ সড়ক থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

খাইরুল মোমেন স্বপন, বি‌শেষ প্রতিনিধি ।।

কিশোরগঞ্জের নিকলী-করিমগঞ্জ সংযোগ রাষ্ট্রপতি আবদুল হামিদ সড়কের মজলিশপুর খেলার মাঠ সংলগ্ন কালভার্টের নিচ থেকে বুধবার (১৭ জুন) দুপুরে এক অজ্ঞাত ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে নিকলী পুলিশ।

এলাকাবাসি সুত্রে জানা যায়, বুধবার সকাল আনুমানিক ১০টায় নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের মজলিশপুর খেলার মাঠে একদল শিশু-কিশোর খেলছিলো। এসময় তারা রাষ্ট্রপতি আবদুল হামিদ সড়কের একটি কালভার্টের নিচে পানিতে এক অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পায়। স্থানীয় গ্রামপুলিশ মিন্নত আলী নিকলী থানা পুলিশকে খবর দেন।

নিকলী থানা অফিসার ইনচার্জ শামসুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা ‌নি‌শ্চিত করে জানান, প্রাথমিকভাবে একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

Similar Posts

error: Content is protected !!