আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জের নিকলীর হাওরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকালে উপজেলার দামপাড়া ইউনিয়নের নোয়াপাড়া এলাকা থেকে হাওরে ভাসমান অবস্থায় ওই দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।
মারা যাওয়া শিশুরা হলো, নোয়াপাড়া গ্রামের হারিছ মিয়ার ছেলে দেলোয়ার (৩) ও ফারুক মিয়ার ছেলে পাভেল (৪)। তারা দু’জন চাচাতো ভাই।
পুলিশ জানায়, বাড়ির পাশে খেলা করার সময় সবার অজান্তে হাওরের পানিতে পড়ে নিখোঁজ হয় দুই শিশু। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর বিকেলে বর্ষার পানিতে ভাসমান অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করেন।
নিকলী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত শিশুদের মৃতদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।