ধামইরহাটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিশেষ ডিভাইস বিতরণ

আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) ।।

নওগাঁর ধামইরহাটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিশেষ ডিভাইস- হুইল চেয়ার ও চোখে ব্যবহারের জন্য বিশেষ চশমা প্রদান করা হয়েছে।

২২ জুন সকাল সাড়ে ১০টায় উপজেলা শিক্ষা অফিসে দাদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণিতে অধ্যয়নরত আইরিন রিমুকে হুইল চেয়ার, হাবিবা আকতারকে চশমা ও ৩য় শ্রেণিতে অধ্যয়নরত আলামিনকে হুইল চেয়ারসহ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী ৩ জন শিক্ষার্থীর মাঝে এই সব ডিভাইস বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়।

এ সময় উপজেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, সহকারী শিক্ষা অফিসার গোলাম রব্বানী, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আবু ইউসুফ বদিউজ্জামান বকুল, প্রধান শিক্ষক রেজাউল ইসলাম বাচ্চু, তরিকুল ইসলাম, নজরুল ইসলাম, প্রধান শিক্ষক ইউনুছার রহমান, সহকারী শিক্ষক হুমায়ন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!