বাজিতপুরে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বীজ বিতরণ উদ্বোধন

মহিউদ্দিন লিটন, বাজিতপুর ।।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ১০টি ইউনিয়নে ৩২০জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে ক্ষুদ্র কৃষক ১৯৩৫ টাকার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ছারোয়ার আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ্তিময়ী জামান।

অনুষ্ঠানটি সোমবার দুপুরে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ্তিময়ী জামান।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, যে সব কৃষকের ১ শতাংশ জমি আছে তাদের জন্য ৬ প্রকার সবজির বীজ ও ১ প্রকার মশলা প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ছারোয়ার আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ্তিময়ী জামান, সহকারী কমিশনার ভূমি আশিকুর রহমান চৌধুরী, উপজেলা কৃষি অফিসার এবিএম রকিবুল হাসান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ বজলুর রহমান, মোঃ জসিম রহমান, মোঃ হামিদুল ইসলাম ও সৈয়দ আহসানুল মতিন।

Similar Posts

error: Content is protected !!