আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) ।।
২৩ জুন রাত ৮টায় ধামইরহাট থানা ভবনে সামাজিক দূরত্ব বজায় রেখে নওগাঁর ধামইরহাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মমিনের অফিসে ধামইরহাট উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক ও সাবেক সভাপতি এম এ মালেক, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, প্রধান উপদেষ্টা মোস্তফা কামাল চৌধুরী জিন্নাহ, উপদেষ্টা জুলফিকার আলী, জাহাঙ্গীর আলম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি, সিনিয়র সহ-সভাপতি মোতারফ হোসেন মুকুল, সহ-সভাপতি পাস্কায়েল হেমরম, শামীম রেজা, সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক অরিন্দম মাহমুদ, কোষাধ্যক্ষ রাসেল মাহমুদ, সদস্য সাইফুল ইসলাম, আব্দুল্লাহেল বাকী, মেহেদী হাসান উজ্জ্বল, তাওসিফ ইসলাম, গাউছুল আজম প্রমুখ।
এর আগে ধামইরহাট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মো. আব্দুর রঊফ ও সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম এবং পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি কাউন্সিলর মুক্তাদিরুল হক ও সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান নবাগত অফিসার ইনচার্জকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেন।
মতবিনিময় অনুষ্ঠানে নবাগত ওসি মো. আব্দুল মমিন বলেন, “পুলিশের বেশিরভাগ কাজ জনগণের সহযোগিতায় করতে হয়। আমরা ধামইরহাট থানাকে মাদকমুক্ত করতে উপজেলার সকল সাংবাদিক, সুশীল সমাজ ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করছি।”