যানবাহন না পেয়ে মধ্যরাতে বিপাকে যুবতী, বাড়ি পৌছে দিলেন থানার ওসি

আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) ।।

নওগাঁর ধামইরহাটে বোনের বাড়ি থেকে নিজ বাসায় ফিরছিলেন জনৈক যুবতী। মধ্যরাত পর্যন্ত অপেক্ষার পর যখন কোন যানবাহনই ছিল না সেই সময় যেন মহাবিপদে পড়েছে এক যুবতী। খবর পেয়ে ওই যুবতীকে বাড়ি পৌছে দিয়েছেন ধামইরহাট থানার নবাগত ওসি আব্দুল মমিন।

জানা গেছে, উপজেলার মাহিসন্তোষ এলাকা থেকে বোনের বাড়ি শল্পীতে বেড়াতে যান জয়নাল হোসেনের মেয়ে রিনা খাতুন (১৮)। প্রয়োজনীয় কাজ শেষে পরদিন নিজ বাড়ি ফেরার প্রাক্কালে গতরাতে আমাইতাড়া মোড় পর্যন্ত পৌছান। সেখান থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে ঐতিহাসিক মাহিসন্তোষ গ্রামে ওই যুবতীর বাড়ি।

যানবাহনের অপেক্ষায় থাকতে থাকতে রাত তখন প্রায় সাড়ে ১২টা। নিরুপায় নৈশ্যপ্রহরী বিষয়টি সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ মো. আব্দুল মমিনকে জানান। খবর পেয়ে থানার এএসআই জাহিদের সহযোগিতায় যুবতীকে বাড়ি পৌছে দেন। রাত সাড়ে ১২টার দিকে থানা পুলিশের মাধ্যমে নিজের মেয়েকে বাড়িতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে ওই যুবতীর বাবা জয়নাল হোসেন বলেন, “আমার মেয়েকে আমার বাড়ি পৌছে দিয়ে ধামইরহাট থানার ওসি স্যার একজন পিতার কাজ করেছেন। তাকে কৃতজ্ঞতা জানাবার ভাষা আমার জানা নেই।”

ধামইরহাট থানার ওসি মো. আব্দুল মমিন বলেন, “সামাজিক দায়বদ্ধতায় যখন মেয়েটিকে সাহায্য করতে কেউ এগিয়ে আসেনি, তখন খবর পাওয়ামাত্রই মেয়েটিকে সহি সালামতে বাবা-মার কোলে পৌছে দেওয়ার মানবিক চেষ্টা করেছি। বাংলাদেশ পুলিশ বাহিনী জনগণের বন্ধু হয়ে কাজ করে যাচ্ছে। নওগাঁ পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মতে ধামইরহাট থানা পুলিশ জনসাধারণের জানমাল রক্ষার্থে নিজেকে উৎস্বর্গ করে দিতে প্রস্তুত আছে।

Similar Posts

error: Content is protected !!