বাবার কথা মনে পড়ে

বাবার কথা মনে পড়ে

আশিকুর রহমান ।।

 

বৈশাখ, জ্যৈষ্ঠ,আষাঢ় মাস এলে
বাবার কথা বেশি মনে পড়ে।
আম, কাঁঠাল, লিচু আনতো ব্যাগ ভরে
মা-বাবা, ভাই-বোন সবাই খেতাম পেট ভরে।

বাবা ছাড়া কেউ বুঝে না
মোদের বেদনা।
বাবা হারাইয়া মোরা হইলাম এতিম/অনাথ
এখন বুঝি বাবার অভাব।

বাবার কথা মনে পড়লে
দু-চোখ দিয়ে জল ঝরে।
বাবা করতো মোদের সব ইচ্ছা পূরণ
এখন তো কেউ করে না বাবার মতো মোদের ইচ্ছা পূরণ।

Similar Posts

error: Content is protected !!