সংবাদদাতা ।।
দফায় দফায় নিকলীর প্রতিটি ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের মিছিল আসছে। মিলিত হচ্ছে নিকলী কলেজ মাঠে। নিকলী উপজেলাধীন আওয়ামী লীগের প্রতিটি শাখা থেকেই নেতা-কর্মীদের উচ্ছ্বাসভরা শ্লোগানে মুখরিত মাঠ। অপেক্ষা শুধু আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের চূড়ান্ত নাম ঘোষণার। এমনই আনন্দঘন মুহূর্তে আজ আওয়ামী লীগ থেকে ৭টি ইউনিয়নে দলীয় প্রার্থী মনোনয়নের কাজ সম্পন্ন করলো দলের নীতিনির্ধারকরা। উপস্থিত ছিলেন নিকলী-বাজিতপুরের সংসদ সদস্য আলহাজ আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইসহাক ভূঁইয়া, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কারার সাইফুল ইসলাম এবং দলের অন্যান্য নেতা-কর্মীরা।
মোট ৭টি ইউনিয়নের মধ্যে দামপাড়া ও ছাতিরচরে একাধিক প্রার্থী না থাকায় এই দুই ইউনিয়নে কাউন্সিলরদের ভোটাভুটির প্রয়োজন হয়নি। দামপাড়া থেকে দলীয় একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় মনোনীত হয়েছেন সাবেক চেয়ারম্যান আবু তাহের। ছাতিরচর থেকে এডভোকেট বদরুল আমিন চৌধুরী (মানিক)।
বাকি ৫টি ইউনিয়নে একাধিক প্রার্থী থাকায় কাউন্সিলরদের ভোটের মাধ্যমে মনোনয়ন চূড়ান্ত করা হয়।
যারা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন : নিকলী সদর ইউনিয়নে কারার বুরহান উদ্দিন আহমদ, দামপাড়া ইউনিয়নে আবু তাহের, কারপাশা ইউনিয়নে ত্বাকী আমান খান, সিংপুর ইউনিয়নে জহিরুল ইসলাম, ছাতিরচর ইউনিয়নে এডভোকেট বদরুল আমিন চৌধুরী (মানিক), গুরুই ইউনিয়নে তোতা মিয়া ও জারুইতলা ইউনিয়নে মনোনীত হয়েছেন আজমল হোসেন আফরোজ।
উল্লেখ্য, ১৫ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৭ মার্চ ও নির্বাচন অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল ২০১৬।