নিকলীতে ব্র্যাকের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সংবাদদাতা ।।
নিজে বাল্য বিয়ে করব না, অন্যকেও বাল্য বিয়ে করা থেকে বিরত রাখব। এই অঙ্গীকার রেখে নিকলী উপজেলার শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ে বাল্য বিয়ে প্রতিরোধ সচেতনতামূলক এক আলোচনা সভা গত রোববার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন নিকলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কারার বুরহান উদ্দিন। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর এফও (টি বি) মরিয়ম বেগমের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাফি উদ্দিন, ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিন, পল্লী সমাজের সভা প্রধান রুনা, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা। সভায় বাল্যবিয়ের কুফল সম্পর্কে অপরাজিতা বই থেকে বিস্তারিত পড়ে শিক্ষার্থীদেরকে শোনানো হয়। পরিবার থেকে চাপ সৃষ্টি করলেও শিক্ষার্থীরা যেন বাল্য বিয়ে করতে রাজি না হয় এই উপদেশ দেয়া হয়। প্রতিবেশীদের বেলায় বাল্য বিয়ের কোনো ঘটনা ঘটে তা প্রতিরোধ করতে বলা হয়। বাল্য বিয়ে করব না বলে শিক্ষার্থীরা এই সভায় শপথ গ্রহণ করে।

brac_meeting_14-3-16

Similar Posts

error: Content is protected !!