ধামইরহাটে বৈদেশিক কর্মসংস্থানে দক্ষতা ও সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) ।।

নওগাঁর ধামইরহাটে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা বিষয়ক সেমিনার, প্রচার ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়ন ও তত্ত্বাবধানে অনুষ্ঠানে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়।

“জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই” শীর্ষক প্রতিপাদ্যকে উপজীব্য করে ৯ জুলাই সকাল ১০টায় উপজেলা সম্প্রসারিত হলরুমে সেমিনারে ভার্চুয়াল পদ্ধতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি।

সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সহকারী কমিশনার (ভূমি), নওগাঁ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ওহিদুল ইসলাম, সাব-ইন্সপেক্টর শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

সেমিনারে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল, কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ অংশ নেন।

Similar Posts

error: Content is protected !!