বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের ৫ উপজেলায় নতুন করে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলাতেই শনাক্ত হয়েছেন ১৭ জন। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে এই রেজাল্ট আসে। এ নিয়ে জেলায় কোভিড ১৯-এ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৬৯৮ জনে।
অন্যদিকে জেলার তিন উপজেলায় ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৩৫৪ জন। মারা গেছেন ২৯ জন। শুক্রবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা. মো: মুজিবুর রহমান।
নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ১৭ জন ছাড়া তাড়াইল, কটিয়াদী, পাকুন্দিয়া ও ইটনা উপজেলায় ১ জন করে রয়েছেন। নতুন সুস্থ হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জ সদর উপজেলার ১০ জন, হোসেনপুর উপজেলায় ৮ জন ও ভৈরব উপজেলায় ৩ জন।
সিভিল সার্জন জানান, ৮ ও ৯ জুলাই উপজেলাগুলো থেকে সংগৃহীত ১৮৮ জনের নমুনা কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়। এতে ২১ জনের পজেটিভ এবং ১৬৭ জনের নেগেটিভ এসেছে।