মোঃ নজরুল ইসলাম, অষ্টগ্রাম প্রতিনিধি ।।
ই-নথি কার্যক্রমে সারাদেশে প্রথম স্থান অর্জন করেছে কিশোরগঞ্জ জেলার ভাটির রানীখ্যাত অষ্টগ্রাম উপজেলা। আইসিটি বিভাগের এটুআই-এর জুন ২০২০ মাসের ই-নথি কার্যক্রমের প্রকাশিত ফলাফল অনুযায়ী হাওর উপজেলা অষ্টগ্রাম দেশসেরা হওয়ার কৃতিত্ব অর্জন করেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল আলম এ প্রতিনিধিকে বলেন, আমি এখানে আসার পরে অনেক কাজ ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। তাছাড়া করোনা ভাইরাসজনিত কারণে মানুষ যাতে তাদের সেবাটা সহজে পায় সেজন্য রাত-দিন পরিশ্রম করে তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ই-নথি কার্যক্রমকে জোরদার করেছি।
তিনি আরো বলেন, ই-নথি কার্যক্রমে অষ্টগ্রাম উপজেলা প্রথম স্থান অর্জন করে উপজেলাবাসীর জন্য গৌরব বয়ে এনেছে। আমি বিশ্বাস করি এ অর্জন আমাদের অন্য সকল কাজে অনুপ্রেরণা যোগাবে।