বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জে করোনা ডেডিকেটেড শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় স্বাধীন মিয়া (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে তার মৃত্যু হয়।
স্বাধীন মিয়া ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের আগানগর দক্ষিণপাড়া গ্রামের হাজী আবদুল মোতালিবের ছেলে। তিনি এলাকার সাধারণ ব্যবসায়ী ছিলেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ আবিদুর রহমান ভূঞা জিমি।
তিনি জানান, ব্যবসায়ী স্বাধীন করোনা উপসর্গ নিয়ে বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ১৪ জুলাই তার স্বজনরা তাকে সৈয়দ নজরুল মেডিকেলে এনে ভর্তি করেন। প্রচণ্ড শ্বাসকষ্ট থাকায় ভর্তি হওয়ার পর পরই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরের দিন নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজেটিভ হয়। শনিবার সকাল ৬টার দিকে আইসিইউতেই তিনি মারা যান।
আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমতাজ উদ্দীন জানান, করোনায় মারা যাওয়ার পর স্বাধীন মিয়ার লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ জোহর স্বাস্থবিধি মেনে সীমিত পরিসরে জানাজা শেষে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।