আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) ।।
নওগাঁর ধামইরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দর্শনার্থীদের জন্য চালু হলো ভিজিটর আইডি কার্ড। ২০ জুলাই বিকেল সাড়ে ৫টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, দর্শনার্থীরা তাদের ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স রিসিপশন এন্ড হেল ডেস্কে জমা দিয়ে ভিজিটর কার্ড সংগ্রহ করবেন। কেউ আইডি কার্ড জমা দিতে না পারলে ১০০ টাকা জমা দিয়ে ভিজিটর কার্ড সংগ্রহ করে হাসপাতালের ভিতরে প্রবেশ করবেন এবং হাসপাতাল থেকে প্রস্থানের সময় দর্শনার্থী ভিজিটর কার্ড জমা দিয়ে তার জমা দেয়া আইডি কার্ড, ১০০ টাকা ফেরত নিতে পারবেন।
করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষা ও প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য রোগীর সাথে কেবলমাত্র ১ জন দর্শনার্থী প্রবেশ করতে পারবেন। যা বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষা ও হাসপাতালের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। ধামইরহাট বাসীর সাস্থ্য সুরক্ষায় এ বিষয়ে সকলের সহায়তা কামনা করা হয়।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু ইসা মো. আরাফাত ঈমাম, ডা. আবু জার গিফারী, সাব-ইন্সপেক্টর মহসিন আলী, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফরমুদ হোসেন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।